এবার লোহিত সাগরে ইরানের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারী ২০২৪, ২৩:১০
শেয়ার :
এবার লোহিত সাগরে ইরানের যুদ্ধজাহাজ

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে লোহিত সাগর। ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের একের পর এক হামলার পর সেখানে অবস্থান নিয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। ইতোমধ্যে তারা হুথিদের তিনটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এবার সেই লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বৈরি দেশ ও হুথিদের সমর্থক ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্ষের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে. ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ লোহিত সাগরে প্রবেশ করেছে। ইরানি যুদ্ধজাহাজগুলো ২০০৯ সাল থেকে জাহাজের রুট, জলদস্যুতা প্রতিরোধ এবং অন্যান্য কার্য সম্পাদনের জন্য উন্মুক্ত জলসীমায় কাজ করছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৩০ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক। এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও।এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।

এই অবস্থায় এই রুট এড়িয়ে চলতে চাইছে জাহাজগুলো। তবে যুক্তরাষ্ট্র চায় এই পথ দিয়েই জাহাজ চলাচল করুক। ইতোমধ্যে হুথিদের তিন জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন হেলিকপ্টার। হত্যা করেছে ১০ জন সদস্যকে।

এদিকে আলবোর্জ যুদ্ধজাহাজটি বাব এল-মান্দেব প্রণালী হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। আলভান্দ ডেস্ট্রয়ারটি বুশেহর সাপোর্ট ভেসেলের পাশাপাশি ইরানের নৌবাহিনীর ৩৪তম নৌবহরের একটি অংশ। এটি ২০১৫ সাল থেকে এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাব এল-মান্দেব প্রণালীতে টহল দিতো বলে জানিয়েছে ইরানের প্রেস টিভি।