‘৮২ বছর হলেও পছন্দের নারীকে বিয়ে করা উচিত’
আনোয়ারুল হক কাকার
পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, ৮২ বছর বয়সও যদি হয়ে যায়, তারপরও পছন্দের নারীকেই বিয়ে করা উচিত। নতুন বছর উপলক্ষে আয়োজিত সোশ্যাল মিডিয়া লাইভে এক প্রশ্নের জবাবে তিনি এই পরামর্শ দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিন পারিবারিক ও সামাজিক জীবন নিয়ে বেশ কিছু কথা বলেন। লাইভে তাকে প্রশ্ন করা হয়েছিলম ৫২ বছর বয়সী কোনো ব্যক্তি কি পছন্দের নারীকে বিয়ে করতে পারবেন? জবাবে কাকার বলেন, ’৫২ কেন, ৮২ বছর বয়স হয়ে গেলেও পছন্দের নারীকে বিয়ে করা উচিত।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আরেকজন প্রশ্ন করেন, যদি কারও শ্বাশুড়ি পাগল হন তাহলে কী করা উচিত? জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তাদের হয়তো দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স করতে হতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কাকারকে জিজ্ঞাসা করা হয় কাউকে ইমপ্রেস করতে হলে কি করা উচিত। জবাবে তিনি বলেন, তিনি কখনোই কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেননি। সবার দ্বারা তিনি ইমপ্রেস হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস