এবারের নির্বাচন শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ: শেখ পরশ
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘এবারের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের কোনো আত্মতুষ্টির সুযোগ নেই। বঙ্গবন্ধু কন্যা বহির্বিশ্বের চাপ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করছেন। আমাদের দরকার অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন।’
আজ সোমবার দুপুরে মাধবপুর উপজেলা যুবলীগের আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কে কিবরিয়া চত্বরে হবিগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মো. মাহবুব আলীর সমর্থনে পথসভায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে পরশ বলেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য করতে আমরা খালি মাঠে ভোট দিতে চাই না। কাউকে বাধাও দিব না। জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোনো প্রকার সংঘাত, হট্টগোল বরদাস্ত করা হবে না। এ ক্ষেত্রে জিরো টরারেন্স। সম্পূর্ণ রূপে যেকোনো ধরনের সংঘাত পরিহার করতে হবে। সংঘাত হলে নির্বাচন গ্রহণযোগ্য হয় না।’
উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের সভাপতিত্বে বক্তব্য দেন- হবিগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, শেখ মো. মিছির আলী, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুুরী, সেক্রেটারি একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুবলীগ আহ্বায়ক একরামুল আলম লেবু প্রমুখ।