মারমুখী আদর আজাদ, আসছেন ঈদে

বিনোদন প্রতিবেদক
০২ জানুয়ারী ২০২৪, ১৬:১৩
শেয়ার :
মারমুখী আদর আজাদ, আসছেন ঈদে

নতুন বছরের প্রথম দিন চমক নিয়ে হাজির হলেন চিত্রনায়ক আদর আজাদ। গতকাল সোমবার রাতে অন্তর্জালে প্রকাশ করলেন নতুন সিনেমা ‘লীলা’র টিজার। এর মাধ্যমে নতুন সিনেমার ঘোষণাও দেন এই অভিনেতা। ১ মিনিট ২৩ সেকেন্ডের টিজারে অ্যাকশন লুকে ধরা দেন ‘লোকাল’ সিনেমার এই নায়ক। যা দেখে আন্দাজ করা গেল, ‘লীলা’ হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের।

‘লীলা’ পরিচালনা করছেন আলোক হাসান। তবে এতে আদরের বিপরীতে কে থাকছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আদর আজাদ বলেন, ‘এই সিনেমার অ্যাকশনে দর্শক নতুনত্ব পাবে। সেটা এরই মধ্যে সবাই টিজার দেখে অনেকেই বুঝেছেন। তাছাড়া এভাবে এর আগে টিজার প্রকাশ হয়নি। বরাবরই আমি চেষ্টা করছি, ভিন্ন ভাবে দর্শকদের সামনে উপস্থিত হতে। চলতি বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে লীলা দেখাব। আশা করি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

পরিচালক আলোক বলেন, ‘আগামী মার্চ নাগাদ শুটিংয়ে যাব। গল্পটি দুই বছর মাথায় নিয়ে ঘুরছি। এটি আমার নির্মিত প্রথম সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আদর আজাদকে নিয়ে “নাকফুল” বানাই। যা আগামী ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে।’

‘লীলা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। টাইগার মিডিয়া নিবেদিত ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করছে তমালিকা আকরাম।