শাবনূরের নায়ক হচ্ছেন নূর!
ভারতের জি বাংলার সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’র রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন বাংলাদেশের অভিনেতা গাজী আবদুন নূর। দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় এই অভিনেতা। গেল বছর ৩ নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত বাংলাদেশি সিনেমা ‘অসম্ভব’। অরুণা বিশ্বাসের পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন সোহানা সাবা।
জানা গেছে, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নায়ক হচ্ছেন গাজী আবদুন নূর। ‘রঙ্গনা’ নামের সিনেমায় জুটি হবেন তারা। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছেন সিনেমা সংশ্লিষ্ট লোকজন।
নির্মাতা আরাফাত হোসাইন জানান, নতুন এই সিনেমা দিয়েই দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন শাবনূর। তাই এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের। সবাই জানতে চাইছে কে হবেন এর নায়ক? বিষয়টি খুব শিগগিরই জানানো হবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তার কথায়, ‘আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। চরিত্র অনুযায়ী এবং সবকিছু মিললে শিগগিরই “রঙ্গনা” সিনেমার প্রধান পুরুষ চরিত্রের অভিনেতার নাম ঘোষণা করা হবে।’
‘রঙ্গনা’য় শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও এই অভিনেত্রীকে পর্দায় দেখতে চায়। আর আমারও ইচ্ছা শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বিষয়টি জানতে গাজী আবদুন নূরের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে ছবির বিষয়ে নির্মাতার প্রাথমিক কথা হয়েছে। চূড়ান্ত কিছুই না। চূড়ান্ত হলে সবাই জানবেন।’