নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারী ২০২৪, ১২:৫০
শেয়ার :
নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন। মোট ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন বলে আমি মনে করি। সুতারাং নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই।’

আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী ৭ জানুয়ারি যে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, পাঁচ বছর পর, এটা থেকে আমাদের পিছিয়ে আসার কোন সুযোগ নেই। যত বাধাই আসুক, যত সন্ত্রাসই হোক, আগুন সন্ত্রাস, লিফলেট বিতরণ করে জনগণকে বিরত করা, কোনটাই এই নির্বাচন বন্ধ করতে পারবে না।’ 

তিনি বলেন, ‘আমরা কিছু খারাপ তথ্যও পাচ্ছি। হঠাৎ করেই তারা গুপ্ত হত্যা, চোরা গুপ্তা হামলা করতে পারে। সে জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন লিফলেট বিতরণের নামে কিছু নিরবতা দেখানো হলেও হঠাৎ করেই সরব হয়ে উঠবে সশস্ত্র তৎপরতার মাধ্যমে।’