ঈগলের কর্মীদের ওপর নৌকার হামলা

রাজবাড়ী প্রতিনিধি
০২ জানুয়ারী ২০২৪, ১২:৪৭
শেয়ার :
ঈগলের কর্মীদের ওপর নৌকার হামলা

রাজবাড়ীর কালুখালী ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের গাড়ির গতিরোধ করে হামলা চালিয়েছে নৌকা প্রতীকের কর্মীরা। এ সময় স্থানীয়রা নৌকার স্টিকার লাগানো দুটি মোটরসাইকেল আটকে থানায় হস্তান্তর করে। 

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের রুহুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পাংশা ও কালুখালী এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাকিব সরদার, ‘জনতার আদালত’ পত্রিকার কালুখালী প্রতিনিধি আশিক হাসান সিমান্তসহ ৫-৬ জন। পথে মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের রুহুলের বাড়ির সামনে জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লার ছেলে রাসেল মোল্লা, সোহেল মোল্লা, চরকুলটিয়া গ্রামের আরজু, একই গ্রামের রাসেল ও পাঁচুরিয়া গ্রামের মামুনসহ অজ্ঞাত ১০-১৫ জন মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করে। 

এ সময় ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের মারধর করে মোবাইলে ভিডিও ধারণ করেন নৌকার সমর্থকরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুটি মোটরসাইকেল ফেলে রেখে মাইক্রোবাস নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় তারা। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলে নৌকা প্রতীকের স্টীকার লাগানো ছিল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, যাচাই-বাছাই করে দুটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক পাওয়ায় মালিকদের প্রদান করা হয়েছে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।