জয়া জানতে চান, ভূত মরে কি পরী হয়?

বিনোদন প্রতিবেদক
০২ জানুয়ারী ২০২৪, ১২:৩৫
শেয়ার :
জয়া জানতে চান, ভূত মরে কি পরী হয়?

বছরের প্রথম দিন নতুন সিনেমার খবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জানালেন মুক্তির তারিখও। গতকাল সোমবার জয়া জানান, তার অভিনীত ‘ভূতপরী’ আসছে আগামী ৯ ফেব্রুয়ারিতে। সঙ্গে প্রকাশ করেন সিনেমার একটি পোস্টার।

সেখানে দেখা যায়, গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন জয়া! তার পেছনে পরীর মতো দুটি ডানা। আর এর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়?’

কলকাতার নামী প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ভূতপরী’ আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এই সিনেমার নাম ভূমিকায় কাজ করেছেন জয়া আহসান।


সিনেমার গল্প প্রসঙ্গে জয়া বলেন, ‘ভূতের আত্মকথন এটি। এক নারী ১৯৪৭ সালে মারা যান। চলতি বছরে এসে (২০১৯) তার অতৃপ্ত আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের। যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা মানে ভূত আবিষ্কার করে যে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন!’

ভৌতিক গল্পের সঙ্গে সিনেমাটিতে জড়িয়ে রয়েছে ক্রাইম ও থ্রিলার। জয়াকে দেখা যাবে ‘ভূতপরী’র ভূমিকায়। বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করবেন বিশান্তক মুখার্জি। এতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ।