নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি বিরোধীদের নেই
রাজধানীর অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ।। ভোট ঘিরে তিন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জনগণ নির্বাচনমুখী; তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। ভোট বাধাগ্রস্ত করতে যে শক্তি বা সাহস প্রয়োজন, তার কোনোটিই নির্বাচনবিরোধীদের নেই। মোট কথা- নির্বাচনে কেউ বাধা হয়ে দাঁড়ালে জনগণই তাদের প্রতিহত করবে।
গত শনিবার দৈনিক আমাদের সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, নতুন বছরে ঢাকা মহানগর পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় নির্বাচন। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করা পুলিশের বড় দায়িত্ব। ঢাকা মহানগর পুলিশ এ জন্য প্রস্তুত। ভোটের নিরাপত্তাসংক্রান্ত প্রস্তুতির বিষয়ে হাবিবুর রহমান বলেন, ‘ডিএমপি সব সময় চ্যালেঞ্জে থাকে এবং সেগুলো ডিএমপি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করে।’
তিনি বলেন, ‘ভোট ঘিরে নিরাপত্তার যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি- নির্বাচনপূর্ব চ্যালেঞ্জ, নির্বাচনের দিনের চ্যালেঞ্জ ও নির্বাচনের পরের চ্যালেঞ্জ। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি; পরিকল্পনা করেছি।’
ডিএমপি কমিশনার বলেন, ‘ভোটের আগের সময়ে যেন প্রার্থীদের মাঝে সহিংসতা না ঘটে, সে জন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। এ ছাড়া কোথাও কিছু ঘটলে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি, সে বিষয়েও কাজ করছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ডিএমপি কমিশনার মনে করেন, ‘ভোটাররা যেন সহিংসতার আশঙ্কাবোধ না করেন, তা নিশ্চিত করা পুলিশের অন্যতম কাজ। এজন্য প্রতিটি থানায় এবং বিট পুলিশের ইউনিটদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। পরিবেশ যেন সুন্দর থাকে, সেজন্য যা যা করা দরকার, আমরা করছি।’
ডিএমপি কমিশনার বলেন, ‘ভোটের দিন সকালে ব্যালট পেপারসহ অন্য সরঞ্জামাদি সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে কেন্দ্রে পৌঁছানো পুলিশের দায়িত্ব। এ বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি।’
বিএনপিসহ সমমনা দলগুলো ভোট বর্জনের কর্মসূচি পালন করছে। এ সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশ বাধা হয়ে দাঁড়ায় না। কিন্তু কেউ শান্তিপূর্ণ কর্মসূচির নামে বা আড়ালে নাশকতা করতে চাইলে সেই সুযোগ দেওয়া হবে না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
হাবিবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরের ২ হাজার ১৪৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অতিগুরুত্বপূর্ণ। কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৭৮টি। ঝুঁকির মাত্রা বিবেচনায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। তারা নির্বাচনবিরোধী কার্যক্রম ও অপতৎপরতা চালাচ্ছে; নাশকতা করছে। তদের রুখতে পুলিশ তৎপর আছে।’