এক ঝাঁক তারকা কেন ময়লার ভাগাড়ে

বিনোদন ডেস্ক
০১ জানুয়ারী ২০২৪, ১৯:৫৭
শেয়ার :
এক ঝাঁক তারকা কেন ময়লার ভাগাড়ে

টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা এবার ওয়েব ফিল্ম নির্মাণ করছেন কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এ পরিচালক নতুন বছরের শুরুতে নিয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘অসময়’।

বছরের প্রথম দিন প্রকাশ হয়েছে ‘অসময়’-এর পোস্টার। এ পোস্টার চমকে দিয়েছেন দর্শকদের। কারণ চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্র তাসনিয়া ফারিণ সেজেগুঁজে বসে আছেন ডাস্টবিনের ওপর। তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, রুনা খান, জিয়াউল হক পলাশ, মুনিরা মিঠুসহ অনেকে ঠিক পেছনেই ময়লার ভাগারের মধ্যে দাঁড়ানো!

‘অসময়’র গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা অমি বলেন, ‘“অসময়’’-এ আমি মূলত সোসাইটির ‘‘শো-অফ’’-এর গল্প দেখাতে চাই। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশি পটু! সমাজের ‘‘শো-অফ’’-এর কিছু গল্প আমরা এতে দেখাব।”

‘অসময়’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া এই ফিল্মে আরও আছেন প্রথিতযশা অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, জিয়াউল হক পলাশসহ অনেকে।



‘অসময়’-এর প্রোডিউসার ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‌‘‘‘অসময়’’-এর গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছেন। ‘‘অসময়’’ হবে বঙ্গ-এর পক্ষ থেকে আমাদের দর্শকের জন্য নিউ ইয়ার গিফট! আমরা আশা করছি দর্শক ‘‘অসময়’’কে সেভাবেই আপন করে নেবেন, যেমনটা ‘‘হোটেল রিল্যাক্স’’ অথবা ‘‘ফিমেল ৩’’-কে করেছেন।’  

উল্লেখ্য, ২০২৩ সালে নির্মাতা অমি চারটি একক নাটক ও তার প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ নির্মাণ করেন। এর মধ্যে ‘হোটেল রিল্যাক্স’ এখন পর্যন্ত বঙ্গ-এর সবচেয়ে জনপ্রিয় ও দেশীয় ওটিটি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল কন্টেন্ট হিসেবে রেকর্ড গড়ে।