ড. ইউনূসের সাজা নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিব
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এ রায় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এমন দাবি করেছেন তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, ‘একজন ব্যক্তির কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটা আমাদের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং ওনার আবেদন করার সুযোগ আছে বা উনি জামিনও পেয়েছেন। সুতরাং বিষয়টা একটা চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, এর চেয়ে বেশি কমেন্টস আমি করতে চাই না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজ বিকেল ৩টায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা নোবেলী মুহাম্মদ ইউনূসসহ চার আসামিকে কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আদালত কারাদণ্ডের রায় ঘোষণার পর ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এক মাসের জামিন মঞ্জুর করেন।
রায়ের প্রতিক্রিয়া ড.ইউনূস বলেন, ‘আজ যে রায় পেলাম, যে দোষ আমরা করি নাই, সেই দোষের ওপর শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা সেটা গ্রহণ করলাম। এই দোষ হিসেবে। এই দোষ কীভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাব, সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছেন ব্যারিস্টার মামুন সাহেব এটা ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনের দুঃখটা রয়ে গেল এই আনন্দের দিনে। আমরা এই আঘাতটা পেলাম।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে দোষ আমরা করি নাই সেই দোষের শাস্তি পেলাম। এটাকে যদি ন্যায় বিচার বলতে চান বলেন। এটা আপনার ইচ্ছা।’