কলাবাগান মাঠের জনসভায় শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল সোয়া ৩টায় জনসভাস্থলে হাজির হন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ জনসভার আয়োজন করেছে।
শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছালে স্লোগান স্লোগানে তাকে স্বাগত জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আফজালুর রহমান পৃথকভাবে শেখ হাসিনাকে স্বাগত জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় জনসভা। এতে ঢাকার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেন। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?