নতুন বছরে তাদের কথা
পাওয়া না পাওয়া আর আনন্দ-বেদনার মধ্য দিয়ে কেট গেল একটি বছর। ২০২৩-এর শেষ দিনটি গতকালই (রবিবার) হারিয়েছে কালের গহ্বরে। সূচনা হয়েছে ২০২৪ সালের। নতুন উদ্যম আর সফলতার গল্প বুনছেন অনেকে। শোবিজের শিল্পীরাও আছেন সেই দলে। পুরোনো বছর বিদায় জানিয়ে নতুন পরিকল্পনায় এগিয়ে যেতে চান তারাও। শোবিজের ক’জন তারকাশিল্পীর ভাবনা নিয়ে এই আয়োজন।
চিত্রনায়ক ফেরদৌস
২০২৩ সালটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এই বছরই দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তার স্নেহের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। নৌকার টিকিট দিয়েছেন। আর ২০২৪ সালের শুরুতেই নির্বাচন। নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে। আমার বিশ্বাস, জয়ী হয়ে ঢাকা-১০ আসনের জন্য কাজের সুযোগ পাব। রাজনীতির বাইরে শোবিজের জন্য গেল বছরটা আমার দারুণ কেটেছে। কিছু সিনেমা মুক্তি পেয়েছে। কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সব মিলিয়ে গেল বছরটি বেশ ভালোই ছিল আমার জীবনে। এ বছর নিজেকে দেশের মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই। জনগনের হয়ে কাজ করতে চাই। দেশের জন্য কিছু করতে চাই।
চিত্রনায়িকা পূর্ণিমা
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। ২০২৩ সালটা আমার জন্য সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। ব্যক্তিজীবন ও কর্মজীবন বেশ ভালো কেটেছে। আশা করি, ইংরেজি নতুন বছর ২০২৪-ও ভালো কাটবে ইনশাল্লাহ। আর নতুন বছর হাতে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছি। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
অভিনেতা মোশাররফ করিম
অনেক কাজ করেছি ২০২৩-এ। সবগুলো কাজ নিয়ে আমি খুশি। ‘মহানগর ২’ নিয়ে আলাদা প্রত্যাশা ছিল। সেটা পূরণ হয়েছে। বছরের শেষদিকে ‘মোবারকনামা’ এসেছে যেন হ্যাপি এন্ডিং হিসেবে। আসছে বছরটাও শুরু হতে যাচ্ছে একটি চ্যালেঞ্জ নিয়ে। কলকাতার নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘হুব্বা’ সিনেমাটি আসছে। সিনেমাটি সবার ভালো লাগলে শুরুটা ভালো হবে। বছরটা সবার ভালো কাটুক, সেই শুভকামনা রইল।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম
বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে দুবাই এসেছি। ২০২৩-এর শেষ সময়টা দুবাইতেই কেটেছে। বছরের শুরুটাও এখানেই উদযাপন করব। আর আগামী ৪ জানুয়ারি যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, তাই বিবাহবার্ষিকী যথারীতি এখানেই উদযাপন করতে যাচ্ছি। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আশা করি, সামনে ভালো কিছু কাজের খবর ভক্ত-দর্শকদের দিতে পারব।
অভিনেতা আফরান নিশো
স্বপ্নের মতো একটা বছর গেল। সিনেমায় এলাম, কোটি কোটি মানুষের ভালোবাসা পেলাম। দেশ ও বিদেশের সব দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসায় ‘সুড়ঙ্গ’ দিয়ে আমার সিনেমার যাত্রা সফল হয়েছে। আশা করছি, আসছে বছরেও এই রেশ বজায় থাকবে। বেশকিছু নতুন কাজ তৈরি হচ্ছে। দর্শকের প্রত্যাশা মিটিয়ে সাফল্যের হাসি হাসতে চাই।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
চিত্রনায়িকা তমা মির্জা
২০২৩ সালটা অনেক প্রাপ্তি আর আনন্দে কেটেছে। ‘সুড়ঙ্গ’ দুই হাত ভরে দিয়েছে। এ ছাড়া ওটিটিতে বেশকিছু কাজ ছিল। সেগুলো দর্শক ভালোবাসা পেয়েছে। সাফল্যের রেশ নিয়েই নতুন বছর শুরু করছি। অনেক পরিকল্পনা আছে। আশা করছি, এই বছরটা ভালো যাবে।