কলাবাগান মাঠে জড়ো হচ্ছেন আ. লীগের নেতাকর্মীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা করছে আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই মধ্যে জনসভায় অংশ নিতে কলাবাগান মাঠে জড়ো হতে শুরু করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছেন। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশের এলাকা। তাদের অনেকের হাতেই দেখা যায় সমর্থিত প্রার্থীর প্ল্যাকার্ড, ব্যানার কিংবা ছবি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে হচ্ছে এই নির্বাচনী জনসভা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা গেছে, বেলা দুইটার দিকে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।
জনসভাকে কেন্দ্র করে কলাবাগান মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জনসভাস্থলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ টয়লেট ও পানির গাড়ি রাখা হয়েছে।