কামরাঙ্গীচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক
০১ জানুয়ারী ২০২৪, ১৩:৪০
শেয়ার :
কামরাঙ্গীচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ ৩

রাজধানীর কামরাঙ্গীচরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পাশের বাড়ির ছাদে গিয়ে ফানুস উড়ানোর সময় গায়ে আগুন লেগে দুই চাচা-ভাতিজাসহ তিনজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

গতকাল রবিবার রাতে কামরাঙ্গীরচর মুজিবর ঘাট সোহেল সাহেবের বাড়ির পঞ্চম তলার ছাদে এ ঘটনা ঘটে। দগ্ধদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীচর মজিবর ঘাট এলাকায় থাকতো তারা। 

দগ্ধরা হচ্ছে- মো. স্বপন বেপারীর ছেলে মো. সিয়াম (১৪) এবং তার দুই চাচা মো. রাকিব হোসেন (১৭) ও মো. রায়হান (১৭)। তারা দুজনই দানেশ বেপারীর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, রবিবার রাতে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ, রাকিবের ৬ শতাংশ ও রায়হানের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। 

তিনি বলেন, সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

সিয়ামের বাবা স্বপন বেপারী জানিয়েছেন, সিয়াম তার জমজ দুই চাচাসহ পাশের একটি বাড়ির পঞ্চম তলার ছাদে গিয়েছিল। সেখানে তারা দুর্ঘটনার শিকার হয়। 

সিয়াম মোটর ম্যাকানিক্সের কাজ শেখার জন্য একটি ওর্য়াকশপে যোগ দিয়েছিল বলেও জানান স্বপন বেপারী।