পাকিস্তানে নববর্ষের উদযাপনে গুলি, আহত ৩০
পাকিস্তানে ইংরেজি নববর্ষ উদযাপনে খোলা গুলি চালিয়েছে অনেকে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এই ঘটনায় অভিযুক্ত ৬৫জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ । পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নবর্বষ উদযাপন নিষিদ্ধ করে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘গাজা ও পশ্চিমতীরে নিরপরাধ শিশুদের গণহত্যা এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যার জন্য পাকিস্তানিরা এবং পুরো মুসলিমবিশ্ব অত্যন্ত ব্যথিত।’
তিনি বলেন, গাজাবাসীর শোচনীয় ও উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে, আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য পাকিস্তানের সরকার নববর্ষ উপলক্ষ্যে সব ধরনের অনুষ্ঠান আয়োজনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তারপরও বিচ্ছিন্ন উদযাপন ছিল পাকিস্তানে। খোলা আকাশে চালানো গুলিতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে করাচিতে গুলির আওয়াজ শুরু হয়। এতে আহত হয় শিশু ও নারীরাও।
এরপর আজ সোমবার হত্যাচেষ্টার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। একদিন আগেই করাচির পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, আকাশে গুলি চালালে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
করাচির নাজিমাবাদ, লিয়াকতবাদ, রিজভিয়া সোসাইটি, হুসেইনাবাদ, বাহাদুরাবাদ শাহ ফয়সাল কলোনি, কিয়ামারিসহ বেশ কয়েকটি এলাকায় এই গুলির ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় একজন নারীর গুলি চালানোর ভিডিও ভাইরালও হয়েছে।