বেড়েছে কুয়াশার দাপট, থাকবে তিন দিন
নতুন বছরের জানুয়ারি মাসেও শীত স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। তবে জানুয়ারি দেশের শীতলতম মাস হওয়ায় শীতকালের চরিত্র মেনেই ডিসেম্বরের তুলনায় চলতি মাসে শীতের অনুভূতি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এক পক্ষকাল আগে ঘন কুয়াশা বিদায় নেওয়ার পর আবার তা ফিরে এসেছে। ভারতের বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ দিয়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রবেশ করেছে বিস্তীর্ণ ঘন কুয়াশার স্তর। বছরের প্রথম দিনে সারা দেশে বিস্তার লাভ করেছে কুয়াশার চাদর। আগামী তিন দিন কুয়াশার এ দাপট থাকতে পারে।
গতকাল রবিবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। হিমেল হাওয়ায় ক্রমে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘তাপমাত্রা ততটা না কমলেও কুয়াশা ও বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। বাতাস আছে বেশ, কুয়াশার কারণে সূর্যের আলোকরস্মি আসছে না। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। ঢাকাসহ মধ্যাঞ্চল, উত্তরাঞ্চলের সবখানে এখন কুয়াশা। কিছু কিছু জায়গায় এমন হতে পারে, কুয়াশা কাটতে কাটতে আবার কুয়াশা পড়া শুরু হয়ে যাবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবারও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে এই ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।
পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা আরও হ্রাস পাবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?