‘নতুন বছর শুরু হচ্ছে অভিশাপ দিয়ে’
২০২৩ শেষ করে নতুন বছরের প্রথম দিন আজ সোমবার। ২০২৪ সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। দেশ-বিদেশে হয়েছে জমকালো সব আয়োজন। পিছিয়ে ছিল না বাংলাদেশও। অনেকেই আবার থার্টিফার্স্ট নাইটে ফানুস আর আতশবাজিতে মেতে ছিলেন।
বলা দরকার, গেল বছর (২০২২ সাল) থার্টিফার্স্ট নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়ে ৪ মাস ১৯ দিন বয়সী তানজিম উমায়ের মৃত্যু হয়। এছাড়াও আতশবাজি ও পটকার বিকট শব্দে আঁতকে ওঠেছেন অনেকে। আর ফানুসে থাকা আগুনের কুণ্ডলী থেকে অগ্নিকাণ্ডে ঘটনাও ঘটেছিল দেশে। এসব কারণে থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো, আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অনেকে। এই তালিকায় আছে দেশের শিল্পী সমাজও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় থার্টিফার্স্ট নাইটে ফানুস উড়ানো ও পটকা ফোটানো হয়েছে। তানজিম উমায়ের মতো ঘুমন্ত অনেক শিশুই আতশবাজির বিকট শব্দে ভয় কেঁপে ওঠেছে বিদায়ী বছরে। এসব দেখে চুপ থাকতে পারেননি জনপ্রিয় নির্মাতা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রাত ২টার দিকে তিনি লিখতে বাধ্য হয়েছেন ফেসবুকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বরেণ্য এই নির্মাতার কথায়, ‘নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে, তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারো আনন্দের বিনাশ আমি কখনোই চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি: তোদের অসভ্যতার শেষ হোক, শেষ হোক, শেষ হোক!’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’