সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারী ২০২৪, ১২:১৬
শেয়ার :
সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির

৫২ বছর পর সিংহাসন ছাড়ার ঘোষণা দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে। আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজদায়িত্ব নিজের ছেলের হাতে তুলে দিবেন বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইংরেজি নববর্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রানি সিংহাসন ছাড়ার ঘোষণা দেন। তার স্থলাভিষিক্ত হবেন তার বড় ছেলে যুবরাজ ফ্রেডিরিক। ইউরোপের মধ্যে বর্তমানে তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রানি।

১৯৭২ সালে বাবা রাজ ফ্রেডরিক নবমের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহন করেন। ৮৩ বছর বয়সী এই রানি ২০২৩ এর শুরুর দিকে অস্ত্রোপচার টেবিলে যান। বড় ধরনের এই অপারেশন সফল হলেও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না। এরপরই ধারণা করা হচ্ছিল তিনি সিংহাসন ছেড়ে দেবেন।

২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হয়ে যান। আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।