ব্যাডমিন্টন খেলার সময় পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০১ জানুয়ারী ২০২৪, ১১:১৫
শেয়ার :
ব্যাডমিন্টন খেলার সময় পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই মনিরুজ্জামান মুন্সি (৫৮) মারা গেছেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মনিরুজ্জামান মুন্সি গোয়ালন্দ ঘাট থানায় কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার কায়চাইল গ্রামের হাসমত আলী মুন্সীর ছেলে।  

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রবিবার রাতে থানার অন্য স্টাফের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা চলাকালে হঠাৎ তিনি মাঠেই অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, তার প্রথম জানাজা রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মনিরুজ্জামান মুন্সি।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত হই। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন।’