নববর্ষের শুরুতে পুরান ঢাকায় আগুন

অনলাইন ডেস্ক
০১ জানুয়ারী ২০২৪, ০১:৪৯
শেয়ার :
নববর্ষের শুরুতে পুরান ঢাকায় আগুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে দোকানে আগুন লাগে।  রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাজিরা বাজারের বিউটি লাচ্ছির পাশের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার। আগুনের ৩ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।