কেমন কাটবে ২০২৪
ভালোমন্দে কেটেছে ২০২৩। কী পেলেন আর কী হারালেন- সেই হিসাবনিকাশ নিশ্চয়ই শেষ? এবার ভাবনা ২০২৪ কেমন যাবে। তাই নতুন বছরের শুরুর দিনেই রাশি মিলিয়ে জেনে নিন, আপনার ভাগ্য
কী বলছে। বিস্তারিত জানাচ্ছেন- আনোয়ার বিন জুলকার নাঈন
সিয়াম আহমেদ
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
নতুন বছরে শনির অশুভ প্রভাবে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে মানসিক চাপ লেগেই থাকবে। অসুখ-বিসুখ থেকেও মানসিক চাপ হতে পারে। শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে এই বছরটায়। বছরের শুরু থেকে শেষ আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই সময় প্রচুর সুযোগ আসবে। তবে সেগুলো বাস্তবায়িত করতে অনেকটা সময় দিতে হবে। নতুন বছরে আপনি কারও প্রেমে পড়ে যেতে পারেন। জানাজানি হয়ে গেলে সামাজিক চাপ আসতে পারে। তবে এত কিছুর মধ্যেও আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে।
জাকিয়া সুলতানা কর্নিয়া
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বৃষ রাশির জাতক-জাতিকাদের নতুন বছরটি উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে। এই বছরে আপনি জীবনের গুরুত্বপূর্ণ কাজটি শেষ করে ফেলতে পারবেন। নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে দেওয়াই ভালো। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। শরীরের নিচের অংশ, কোমর থেকে পায়ে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও হাল ছাড়বেন না। পরিশ্রম থেকে মুখ ফেরাবেন না। ফলে ভালো সুযোগ আসবে। এমনকি নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন।
তানজিন তিশা
মিথুন (২২ মে-২১ জুন)
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মিথুন রাশির জাতক-জাতিকাদের নতুন বছরে পড়াশোনার দিকে বিশেষ নজর রাখতে হবে। বুধ ও শুক্রের কৃপায় জীবনে সাফল্য আসবে। এমনকি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। চাকরির জন্য বিদেশ যাত্রার সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ায় কর্মক্ষেত্রে সাফল্য আসবে। সম্মান ক্রমশ বাড়তে থাকবে। শুক্রের গমনের কারণে যারা বেসরকারি চাকরি করছেন, তাদের জীবনে সাফল্য নিশ্চিত।
রুকাইয়া জাহান চমক
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকাদের নতুন বছরটি বেশ ভালোই যাবে। এই সময়ে যে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য ইচ্ছা থাকবে। শনির প্রভাবে পরিস্থিতি প্রতিকূল হতে পারে। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি লেগে থাকতে পারে। তবে যে কোনো বিপদে আপনি নিজের স্ত্রীকে পাশে পাবেন। দাম্পত্য জীবন খুবই মধুর হবে। নতুন চাকরিও খুঁজতে পারেন। ভালো সুযোগ মিলে যেতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন হবে।
পূজা চেরি
সিংহ (জুলাই ২৩-আগস্ট ২৩)
এই রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ নতুন বছরে অনেকটাই কমে আসবে। বছরের শুরু থেকেই ভালো সময় যাবে। এই সময় জীবনে যা চাইবেন, তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। অকারণে রাগ প্রকাশ করা কোনোভাবেই ঠিক হবে না। সবার সঙ্গে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় বা বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন।
মুশফিক আর ফারহান
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
নতুন বছরে কেতুর বিশেষ প্রভাব পড়বে কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপর। এই রাশির জাতক-জাতিকাদের বছরটি ততটা ভালো যাবে না। পুরোপুরি চ্যালেঞ্জের বছর হবে। কারণ শনির অশুভ প্রভাব লেগে থাকবে এই রাশির জাতক-জাতিকাদের ওপর। জীবনে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। চাকরি থেকে ব্যবসায় নানাভাবে অশান্তির সম্মুখীন হতে হবে। এমনকি আর্থিকভাবে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
নাজিফা তুষি
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
তুলা রাশির ক্ষেত্রে এই বছরটায় মানসিক চাপ অনেকটাই কমবে। আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন। স্ত্রীর সঙ্গে নানা সমস্যা লেগে থাকলেও স্বাস্থ্য ভাগ্য মোটামুটি ভালো। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে। কর্মজীবনে মিলতে পারে সাফল্য। যারা বিদেশ যেতে চান চাকরির জন্য, তারা এই বছরটায় চেষ্টা শুরু করতে পারেন। সময় লাগলেও সুফল মেলার যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে সুফল পেতে পারেন।
পরীমণি
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে নতুন বছরের শুরুর দিকেই। এই সময়ে রাহুর বিশেষ প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের ওপর। বছরের দ্বিতীয় ভাগে শুক্র ঘর পরিবর্তন করায় আয়ের উৎস বাড়তে থাকবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। প্রেমের সম্পর্কে যারা যুক্ত, তাদের জীবনে সাফল্য আসবে। এমনকি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।
আফরান নিশো
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। নতুন বছরে আপনিও মানসিক চাপ অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালোভাবে থাকায় প্রত্যেকটি কাজে তাদের সাহায্য মিলবে। আর্থিক দিকে খুব লাভ হবেন। পুরনো সম্পর্ক নিয়ে বেশি ভাববেন না।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
আঁখি আলমগীর
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
মকর রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে নতুন বছরের শুরুর দিকেই। এ সময়ে রবি গ্রহের বিশেষ প্রভাব পড়বে এ রাশির জাতক-জাতিকাদের ওপর। অকারণে রাগারাগি করবেন না। সবার সঙ্গে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক দিক থেকেও সময়টা শুভ। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। তবে আয় যতই বাড়ুক, অতিরিক্ত খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন।
তাসনিয়া ফারিণ
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নতুন বছরটিতে একটু সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। কারণ এই সময়ে শনির বিশেষ প্রভাব পড়বে এই রাশির ওপর। ঘরোয়া অশান্তি লেগেই থাকবে। ব্যবসায় আসবে নানা জটিলতা। এ কারণে মাথা ঠাণ্ডা রেখে প্রতিটি কাজ করতে হবে। শরীরের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। তবে বছরের শেষে মঙ্গলের শুভ প্রভাবে আয়ের নতুন উৎস মিলবে।
সজল
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রবল মানসিক চাপ ও দুঃখ বাড়বে। কাজের অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি দ্বিধা-সৃষ্টিকারী মনের অবস্থার মধ্যে চাপকে আপনার ওপর প্রভাব ফেলতে দেবেন না। পড়াশোনার কাজে আগ্রহ বাড়বে। আয় ভালোই হবে, তবে বুঝেশুনে খরচ করুন। ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করাই ভালো। জমি বা ফ্ল্যাট কিনে রাখতে পারেন। পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মনের মতো মানুষ খুঁজে পেলে নির্দ্বিধায় নতুন জীবন শুরু করুন।