কেমন যাবে ২০২৪
নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আরও একটি বছর চলে গেল। আজ শুরু হচ্ছে নতুন বছর। তবে এই নতুন যাত্রা এমন সময় শুরু হচ্ছে, যখন গোটা বিশ্ব অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা প্রত্যক্ষ করছে। অন্যদিকে বছরের শেষ দিকে ইউক্রেন যুদ্ধেও বড় উত্তাপ ছড়িয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক টানাপড়েন তো রয়েছেই। এর মধ্যেই গতকাল রাতেই গোটা বিশ্ব ২০২৪ সালকে বরণ করে নিয়েছে।
ইতিমধ্যে হিসাব-নিকাশ শুরু হয়েছে, কেমন যাবে ২০২৪ সাল। ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পর্যবেক্ষকরা নিজেদের মতামত জানিয়েছেন। এর মধ্যে আশা-নিরাশা দুই ধরনের মতামতই রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩-এর তুলনায় নতুন বছর আরও বিপদসংকুল হতে পারে। কেননা, এই বছরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে বিরোধ ও রাজনৈতিক চরপন্থা প্রকট হতে থাকে। ফলে যুক্তরাষ্ট্র বহির্বিশ্বে আরও বেশি নাক গলাতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিগত ২০২৩ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু বছর শেষ হলেও এই রক্তক্ষয়ী যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এই যুদ্ধের শুরুতে আশঙ্কা করা হয়েছিল, এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। আপাতত সেই লক্ষণ না দেখা গেলেও ক্ষোভের আগুন নিভে যায়নি। এই যুদ্ধের প্রেক্ষাপটে লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে। লেবানন সীমান্তে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি সেনাদের নিয়মিত গুলিবিনিময় হচ্ছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বছরের শেষ দিকে। ইরান এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, এই উত্তেজনা সহজে প্রশমিত হওয়ার নয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে বৈশি^ক অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা রেখেছে। কিন্তু গত বছরেও এই যুদ্ধের রাজনৈতিক সমাধানের কোনো পথ দেখা যায়নি। বরং বছর শেষে ইউক্রেন আরও ৫ লাখ সেনা সংগ্রহের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। অর্থাৎ ইউক্রেন সহজেই হার মানবে না সেটিই স্পষ্ট। যদিও সম্প্রতি ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, আত্মসমর্পণ করতে পারে- এমন খবরও শোনা গেছে। এর পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৫ লাখ সেনা সংগ্রহের ডাক দেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সিএনএন জানিয়েছে, আসন্ন শীতে কিয়েভ বড় ধরনের অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে। পশ্চিমাদের সহায়তা ছাড়া এই সংকট থেকে ওঠা কিয়েভের জন্য কঠিন হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্র-এমনকি ইউরোপের কিছু দেশ ইউক্রেনকে সহায়তার ব্যাপারে রাশ টেনে ধরেছে। নতুন বছরেই দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ ভারত ও পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তানে ইতোমধ্যে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। অন্যদিকে ভারতে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসছে বলে জরিপগুলো আভাস দিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস