জর্ডান থেকে ফিরে প্রেমিকের বাড়িতে অনশনে নারী
অনশনরত নারী। ছবি: আমাদের সময়
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিয়ের দাবিতে ব্যবসায়ীর বাড়িতে অনশন করছেন প্রবাসী প্রেমিকা। উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় ডাক্তারবাড়িতে গতকাল শনিবার সকাল থেকে অনশন করছেন ওই নারী। এরপর থেকেই খোঁজ মিলছে না প্রেমিক আসাদের।
জর্ডানফেরত ওই নারী ও তার পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী কিতাব আলীর ছেলে মোশাররফের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয় ওই নারীর। বিয়ের মেহেদী রং মুছে যাওয়ার আগেই তার স্বামী মোশাররফের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর বছর খানেক পর ওই নারী পোশাকশ্রমিক ভিসায় জর্ডানে চলে যান। ২০২২ সালের ২৯ এপ্রিল দুই মাসের ছুটিতে দেশে আসেন ওই নারী। এ সময় ওষুধ ব্যবসায়ী আসাদের সঙ্গে দেখা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেন এবং হাতিয়ে নেন কয়েক লাখ টাকা।
ওই নারী আবার বিদেশ গিয়ে প্রায় দুই বছর থেকে দেশে ফেরেন। গত ২৩ ডিসেম্বর দেশে এসে আসাদকে বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। পরে বিয়ের দাবিতে গতকাল সকাল থেকে প্রেমিক আসাদের বাড়িতে অনশন শুরু করেন তিনি।
জর্ডান প্রবাসী ওই নারীর ভাই বলেন, ‘আমার ছোট বোনকে বিয়ের আশ্বাস দিলে আসাদকে নগদ প্রায় ৭ লাখ টাকা দিয়েছি। এখন টাকা ফেরতও দেয় না এবং বোনকে বিয়েও করবে না বলে জানিয়েছে। এ কথা শুনে শনিবার সকাল থেকেই ছেলের বাড়িতে অনশন শুরু করে আমার বোন।’
অনশনরত নারী আমাদের সময়কে বলেন, ‘বিয়ের আশ্বাসে গত দুই বছরে জর্ডান থেকে আসাদ ও তার পরিবারকে প্রায় ৭ লাখ টাকা দিয়েছি। বিয়ের আশ্বাসে আমার বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন তিনি বলেন, আমাকে বিয়ে করলে তার পরিবারের মানসম্মান চলে যাবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ওষুধ ব্যবসায়ী আসাদ বলেন, ‘নিউজের প্রয়োজন নেই।’ এই বলেই ফোন রেখে দেন।
টোক নয়ন বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন তালুকদার আমাদের সময়কে বলেন, ‘ঘটনাটি সত্য। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’