চোপড়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে ১ বাংলাদেশি, ভোগলে রাখেননি কাউকে

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:০৪
শেয়ার :
চোপড়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে ১ বাংলাদেশি, ভোগলে রাখেননি কাউকে

পুরুষ ক্রিকেটে ২০২৩ সালের শুরুর দিকটা বাংলাদেশের মোটামুটি ভালো গেলেও খেই হারিয়েছে শেষের দিকে এসে। বিশেষ করে বিশ্বকাপে। ১০ দলের এই টুর্নামেন্টে মাত্র ৩ জয় পায় টাইগাররা। ব্যক্তিগত পারফরম্যান্স ম্লান থাকার কারণেই এমন দলীয় ভরাডুবি। এর মধ্যেও নিজের কাজটি করে গেছেন দুয়েকজন। 

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশের হয়ে এই কাজটি করেছেন সাকিব আল হাসান। তাইতো বছরের শেষের দিকে এসে বর্ষসেরা ওয়ানডে একাদশ বাছতে গিয়েও রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডারকে। খবর ক্রিকেট পাকিস্তানের।

চোপড়া তার স্বপ্নের একাদশে সর্বোচ্চ ৬ জন রেখেছেন নিজ দেশ ভারতের। দ্বিতীয় সর্বোচ্চ দুইজন ক্রিকেটার রেখেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। আর একজন করে খেলোয়াড় রেখেছেন নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ থেকে। বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার কাউকেই রাখেননি এই দলে। 

অন্যদিকে, ভারতের আরেক সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও চোপড়ার মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাউকে রাখেননি। সেই দলে বাংলাদেশ থেকেও নেই কেউ। 

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ড্যারিয়েল মিচেল, মোহাম্মদ রিজওয়ান, সাকিব আল হাসান, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। 

হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, এইডেন মার্করাম, মোহাম্মদ রিজওয়ান, হেনরিখ ক্লাসেন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শাহীন আফ্রিদি।