ডিক্যাব সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু, যুগ্মে মামুন

নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯
শেয়ার :
ডিক্যাব সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু, যুগ্মে মামুন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) নতুন কমিটিতে সভাপতি ঢাকা ট্রিবিউনের নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক এটিএন নিউজের আশিকুর রহমান অপু নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক প্রতিবেদকদের এ সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে- সহসভাপতি পদে বাসসের তানজিম আনোয়ার এবং ডেইলি ইন্ডাস্ট্রির রবিউল হক (সমান ভোট পে‌য়ে যৌথভা‌বে নির্বা‌চিত), যুগ্ম সাধারণ সম্পাদক দৈ‌নিক আমা‌দের সম‌য়ের মো. আরিফুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে- চ্যানেল আইয়ের পান্থ রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, ডিবিসির ইশরাত জাহান উর্মি, ডেইলি স্টারের পরিমল পালমা ও বিডিনিউজ টোয়েন্টিফোরের মাসুম বিল্লাহ।

এর আগে, বিদায়ী কমিটির সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।