গডফাদারের অনুপ্রেরণায় খিজিরের ‘সাম্রাজ্য’

বিনোদন প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৭
শেয়ার :
গডফাদারের অনুপ্রেরণায় খিজিরের ‘সাম্রাজ্য’

দেশের প্রথম স্পোর্টস ফিল্ম নির্মাতা হিসেবে খ্যাত খিজির হায়াত খান। ২০১০ সালে তিনি নির্মাণ করেন ‘জাগো’। ফুটবল খেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যকারও খিজির। যেখানে অভিনয় করেন তারিক আনাম খান, ফেরদৌস, রওনক হাসান, আরিফিন শুভ, বিন্দুসহ অনেকে।

তবে এই নির্মাতা প্রথম সিনেমা ছিল মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক ‘অস্তিত্বে আমার দেশ’। যা মুক্তি পায় ২০০৭ সালে। যা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত একমাত্র সিনেমা। সর্বশেষ তিনি নির্মাণ করেন ‘ওরা ৭ জন’। মুক্তিযুদ্ধের গল্পে নিয়ে নির্মিত তারকাবহুল সিনেমাটি বেশ মুগ্ধতা ছড়িয়েছে দর্শকমহলে।

তারই ধারাবাহিকতায় খিজির নতুন গল্প নিয়ে নামছেন নতুন মিশনে। তার এবারের সিনেমার নাম ‘সাম্রাজ্য’। নতুন বছরের মাঝামাঝিতে শুরু হবে এর শুটিং। শিল্পী বাছাইয়ের কাজ শেষ করেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

নির্মাতা জানান, এটি হবে পলিটিক্যাল থ্রিলার। মারিও পুজোর বিখ্যাত ‘গডফাদার’ উপন্যাস থেকে ১৯৭২ সালে নির্মিত ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘গডফাদার’ সিনেমার অনুপ্রেরণায় এটি নির্মিত হবে।

খিজির হায়াত খানের কথায়, ‘গডফাদার থেকে অনুপ্রাণিত হলেও এই পলিটিকাল থ্রিলারটি হবে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আমাদের লোকাল রাজনীতি, রাজনৈতিক ভায়োলেন্স, ক্ষমতার দ্বন্দ্ব আর একটি রাজনৈতিক পরিবারের উত্থান ও পতন দেখানোর চেষ্টা করব।’