১০ বছর পর মালি ছাড়ল শান্তিরক্ষীরা
আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষ মিশন শেষ ঘোষণা করেছে জাতিসংঘ। আজ রবিবার সব সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে সংস্থাটির। ২০১৩ সালে সহিংসতাপূর্ণ এই অঞ্চলে শুরু হওয়া শান্তিরক্ষী মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মালির সামরিক সরকারের নির্দেশ অনুযায়ী এই মিশন শেষ করেছে জাতিসংঘ। ইউএন মাল্টিডিমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (মিনুসমা) নামে পরিচিত ছিল মিশনটি। মালির রাজধানী বামাকোতে এর সদর দপ্তর ছিল এবং সেখানে জাতিসংঘের পতাকা উড়তো। ১ জানুয়ারি থেকে যন্ত্রাংশ ও অস্ত্র কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
চলতি বছর জুনে মালির সামরিক জান্তা সরকার দেশটিতে থাকা শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছিল। দেশটিতে তখন ১৫ হাজার শান্তিরক্ষী ছিল। ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের চলে যাওয়ার কথা। তবে এর আগেই একাধিক হামলার শিকার হয়েছে শান্তিরক্ষীরা। জুন থেকেই মালি থেকে শান্তিরক্ষীদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে জাতিসংঘ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
২০১৩ সাল থেকে মালিতে অবস্থান করছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। তবে সাম্প্রতিক সময়ে তারা প্রতিকূল পরিস্থিতে রয়েছে। বিশেষে করে ২০২১ সালে রাশিয়ার ওয়াগনার গ্রুপের সঙ্গে মালির সেনাবাহিনী এক হয়ে যাওয়ার পর আতঙ্ক তৈরি হয়েছে শান্তিরক্ষীদের মাঝে।জান্তা সরকার শান্তিরক্ষীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর আলোচনায় বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ৩০ জুন তারা সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস