এফডিসি থেকে শুরু, ফ্রান্সে গিয়ে শেষ
জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং। গেল শুক্রবার বিএফডিসিতে এর ক্যামেরা ওপেন হয়। আজ রবিবার শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক রোশান ও শিপন মিত্র। সিনেমাটি নির্মাণ করছেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সঙ্গে আছেন কলকাতার নির্মাতা রাজীব কুমার।
‘অপারেশন জ্যাকপট’র প্রযোজক স্বপন চৌধুরী জানান, সিনেমার শুটিংয়ে ইতিমধ্যেই অংশ নিয়েছেন গুণী অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ, চিত্রনায়ক ওমর সানী, নিপুণ আক্তার, খোরশেদ আলম খসরুসহ অনেকেই।
মাঝে একদিনের বিরতি দিয়ে নতুন বছর ২ জানুয়ারি থেকে আবার শুরু হবে এর কাজ। আগামী ৫ জানুয়ারি শুটিংয়ে অংশ নেবেন অনন্ত জলিল। সিনেমার প্রথম লটের কাজ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের কাজ হবে গাজীপুরে। দেশের পর ‘অপারেশন জ্যাকপট’র টিম যাবে ভারতে আর সবশেষ মার্চে শেষ লটের কাজ হবে ফ্রান্সে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
স্বপন চৌধুরী বলেন, ‘দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতেই আমরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছি। গল্পের সঙ্গে মিলিয়ে চরিত্রগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। শিল্পীদের ভিন্ন একটি লুক পর্দায় ধরা দেবে। আজকের শুটিংয়ে রোশান ও শিপন মিত্র গোয়েন্দার চরিত্রে কাজ করছেন। তারা লুঙ্গি পরে শুটিং করছেন। এছাড়াও এর অন্যান্য শিল্পীদের লুকেও থাকছে চমক। যা একে একে প্রকাশ্যে আসবে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটি। এতে অভিনয় করবেন অনন্ত জলিল, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজা। এছাড়াও থাকছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ আরও অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে ২১ কোটি টাকার বাজেটে সিনেমাটি নির্মাণ করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।