বইমেলায় অনুপমকে দেখতে ভিড়, ঘটল বড় দুর্ঘটনা

বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১১:১৭
শেয়ার :
বইমেলায় অনুপমকে দেখতে ভিড়, ঘটল বড় দুর্ঘটনা

একদিকে বইমেলা, তার উপর আবার অনুপম রায়ের গানের অনুষ্ঠান। আর তাতেই বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়ে যায়। এতেই ঘটে বিপত্তি। অনুপম রায়ের গানের অনুষ্ঠানে ভিড়ের চাপে ভেঙে যায় বইমেলার গেট। গতকাল শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বইমেলায় এ ঘটনা ঘটে। 

এদিকে বইমেলার গেট ভেঙে পড়ার পর হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হিন্দুস্থান টাইমস, জি বাংলা, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অনুপম রায়ের গানের অনুষ্ঠানে গায়ককে দেখতে এত ভিড় হয় যে, বইমেলার গেট ভেঙে পড়ে। এ সময় পাঁচজন আহত হন। ব্যারিকেড ভেঙে বহু দর্শক ঢুকতে থাকে বইমেলা প্রাঙ্গণে। এমনকি ঘণ্টাখানেকের জন্য টাকি রোডও অবরুদ্ধ হয়ে পড়ে। শেষমেশ বাতিল করা হয় অনুষ্ঠানটি। 

আয়োজকরা জানিয়েছেন, অনুপমের গান শুনতে দেগঙ্গা এবং আশেপাশে খান দশেক ব্লক থেকে হাজির হয়েছিলেন হাজারো মানুষ। ভিড় এত বেড়ে যায় যে চাপে ব্যারিকেড ভেঙে যায়। আনুমানিক ৩০ হাজারের মতো মানুষ এসেছিল শনিবারে। এই ঘটনার ফলে ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে যায় সংলগ্ন টাকি রোডও। 

এ প্রসঙ্গে বইমেলার মুখ্য আয়োজক তুষারকান্তি দাস জানিয়েছেন, হাজার হাজার মানুষ এসেছিলেন এদিন অনুপমের গান শুনতে। শ্রোতারা আবেগ ধরে রাখতে না পারায় দুর্ঘটনা ঘটে গেছে। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে একাধিক ঘটনা ঘটেছে অনুপম রায়ের জীবনে। নভেম্বরের শেষে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গায়কের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। একাধিক পুরনো ভিডিও, ছবি, সোশ্যাল পোস্ট শেয়ার করে সমবেদনা জানাতে শুরু করেন তার ভক্তরা। 

প্রসঙ্গত, পিয়া ছিল অনুপম রায়ের দ্বিতীয় স্ত্রী। ২০১৫ সালের ৬ ডিসেম্বর গায়ক বিয়ে করেছিলেন পিয়াকে। তিনি অনুপম রায়ের দীর্ঘদিনের বান্ধবী ছিলেন। সেই বন্ধুত্বই পরিণতি পয়েছিল বিয়েতে। একাধিক অনুষ্ঠানে একসঙ্গে পারফর্মও করেছিলেন অনুপম ও পিয়া।

এরপর ২০২১ সালের নভেম্বর মাসে অনুপম রায় ট্যুইট করে জানিয়ে দেন যে তিনি আর পিয়া বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। এর সঙ্গে এও জানিয়ে দেন যে স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন তারা। তবে বিয়ে ভাঙলেও, সারা জীবন একে-অপরের বন্ধুই থাকবেন। আপাতত নিজের গান আর শো নিয়েই ব্যস্ত রয়েছেন গায়ক অনুপম।