ভিডিও ভাইরাল /

আচমকা বাড়িতে ঢুকে চা খেলেন মোদি, গৃহিনীর সঙ্গে আড্ডা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০
শেয়ার :
আচমকা বাড়িতে ঢুকে চা খেলেন মোদি, গৃহিনীর সঙ্গে আড্ডা

ভারতের অযোধ্যায় উজ্জ্বলা প্রকল্পের এক গ্রাহকের বাড়িতে আচমকাই প্রবেশ করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার সেখানে গিয়ে ওই পরিবারের গৃহিনীর সঙ্গে আড্ডা দেন এবং চা খান। চার মিনিটের সেই আড্ডার ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় গিয়ে শনিবার বিমানবন্দর এবং রেলস্টেশন উদ্বোধন করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিল একাধিক কর্মসূচি। তবে তার ফাঁকেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাপ্রাপ্ত এক গ্রাহকের বাড়িতে ঢুকে কয়েক মিনিট আড্ডা দেন তিনি। আচমকা তাকে বাড়িতে ঢুকতে দেখে আকাশ থেকে পড়েন ওই পরিবারের সদস্যেরা। বাড়িতে তাদের বানানো চা-ও খান মোদি।

অযোধ্যায় উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক মীরার বাড়িতে গিয়ে গৃহিনীর বানানো চা তৃপ্তি করে খেয়েছেন মোদি।

ভিডিওতে দেখা গিয়েছে, বাড়িতে ঢুকে একটি চেয়ারের উপর বসেছেন মোদি। পরিবারের সদস্যেরা সকলে তার কাছেই বসে আছেন। একটি শিশুর গাল টিপে আদর করে দেন তিনি। তার পর কথা বলতে শুরু করেন গৃহিনীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা উজ্জ্বলা প্রকল্পে দেশের ১০ কোটি ঘরে গ্যাস সিলিন্ডার দিয়েছি। আপনি তাদের মধ্যে এক জন। তাই এই বাড়িতে এলাম।’ 

রান্নাঘরের দিকে উঁকি মেরে মোদির কৌতূহলী প্রশ্ন, ‘আজ কী রান্না করছেন?’

গৃহিনী হেসে জানান, ভাত, ডাল এবং সবজি রান্না হয়েছে তাদের বাড়িতে। আর অতিথির জন্য বানিয়েছেন চা। শুনেই প্রধানমন্ত্রী বলে ওঠেন, ‘চা বানিয়েছেন? নিয়ে আসুন।’

চায়ের কাপ হাতে তুলে নিয়ে আলতো চুমুক দেন মোদি। হাসিমুখেই বলেন, ‘খুব মিষ্টি চা খান তো আপনারা!’

অর্থাৎ, মোদি যে চা খেয়ে অভ্যস্ত, তার চেয়ে খানিকটা বেশি মিষ্টি হয়েছিল চায়ে। এ কথা শুনে লজ্জা পান পরিবারের সদস্যেরা। গৃহিনী জানান, কোনও ভাবে বেশি মিষ্টি পড়ে গিয়েছে চায়ে।

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে এর পর কথা বলতে শুরু করেন প্রধানমন্ত্রী। প্রকল্প থেকে ওই পরিবার কী কী সুবিধা পেয়েছে, তারা আগে কোথায় থাকতেন ইত্যাদি নানা প্রশ্ন করেন। গৃহিনী জানান, আগে তারা বস্তিতে থাকতেন। আবাস যোজনায় ঘর পেয়েছেন। গত তিন বছর ধরে বিদ্যুৎও পান। মাসে ১০০ থেকে ২০০ টাকা বিল আসে। শুক্রবারই তাদের বাড়িতে গ্যাসের ব্যবস্থা হয়েছে। সরকারের প্রকল্পের জন্য জীবন আগের চেয়ে সহজ হয়ে উঠেছে বলে জানান তারা।

দেখুন ভিডিও: