নৌকায় ভোট চেয়ে পদ হারালেন বিএনপি নেতা
গাজীপুর-৩ আসনের নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় এক বিএনপি নেতা পদ হারিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বহিষ্কার আদেশ দেন।
বহিষ্কৃত ওই নেতা হলেন- শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন। এর আগে উপজেলার গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি।
জানা যায়, গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোমানা আলীর নির্বাচনী গণসংযোগের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। শনিবার দুপুরে বিএনপি নেতা আকরাম হোসেন নৌকার নির্বাচনী পথসভা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন,‘৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপিকা রোমানা আলী টুসিকে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।’
গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল হক মাদবরের সভাপতিত্বে ওই পথসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ প্রার্থী রোমানা আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সামসুল আলম প্রধান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. জলিল বিএসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির পদধারী নেতা নৌকার পক্ষে ভোট চাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আকরাম হোসেনের বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার দৈনিক আমাদের সময়কে জানান, আকরাম হোসেন আওয়ামী লীগের নির্বাচনী সভায় বক্তব্য দিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে কারণে দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক দলের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কার আদেশ দেন।