দূষিত বায়ুর শহরের তালিকায় নম্বর ওয়ান ঢাকা
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ রবিবার রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এদিন সকাল ৯টায় ২৪৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১ নম্বরে আছে ঢাকা।
একই সময় ২৪৩ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ২ নম্বরে অবস্থান করছে ভারতের দিল্লি। সেই সঙ্গে ২৩৫ স্কোর নিয়ে ৩ নম্বরে চীনের সাংহাই ও ২২৭ স্কোর নিয়ে ৪ নম্বরে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনার সেরাজেভো।
একই সময় ২১৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে ৫ নম্বরে এবং ১৯৯ স্কোর নিয়ে ৬ নম্বরে চীনের চেংড়ু দূষিত বায়ুর শহরের তালিকায় অবস্থান করছে। এদিক থেকে পাকিস্তানের করাচি ১৯১ স্কোর নিয়ে আছে ৭ নম্বরে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৮৮ স্কোর নিয়ে ৮ নম্বরে, পাকিস্তানের লাহোর ১৭৬ স্কোর নিয়ে ৯ নম্বরে এবং চীনের হ্যাংজু ১৬৮ স্কোর নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হচ্ছে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।