কারাগারে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে: মিনু

রাজশাহী ব্যুরো
৩০ ডিসেম্বর ২০২৩, ২১:৫৫
শেয়ার :
কারাগারে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে: মিনু

দেশের কারাগারগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘কারাগারগুলোতে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। যারা এই কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন ব্যক্তি আছেন, তাদের নাম থাকবে। “জনগণের সরকার” আসলে এই হত্যাকাণ্ডের বিচার হবে।’

আজ শনিবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় সরকারকে অসহযোগিতা করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মিনু বলেন, ‘গত ৫ দিন আগে আমাদের এক যুবদল নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গতরাতে জামায়াতে ইসলামীর দামকুড়া থানার আমিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের সমস্ত জেলখানাগুলোতে মানবিক বিপর্যয়। থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, পানি নাই, বাথরুম করার ব্যবস্থা নাই, খাদ্য খুবই নিম্নমানের এবং নির্মম নির্যাতন।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আসন্ন নির্বাচন বর্জন করবে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না। বিএনপি যে নির্বাচনে নাই, বাংলাদেশের মানুষ সে নির্বাচনে নাই। রাজশাহী সদরের সাবেক মেয়র ও সাবেক এমপি হিসেবে বলতে পারি, বাংলাদেশে সবচাইতে কম ভোট হবে এখানে। এখানে কোনো ভোটই পড়বে না। এখন ডিসির অফিস থেকে যদি ভুয়া ভোট করে দেয়, সেটা তাদের ব্যাপার। জনগণ ভোট দিতে যাবে না।’

অসহযোগ আন্দোলনের সফলতা আসছে দাবি করে মিনু বলেন, ‘গতকাল ২২ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে নিয়েছে। আমরা আমাদের যা টাকা আছে তা তুলে নিয়ে সরকারকে অসহযোগিতা করছি। তার প্রমাণ ব্যাংকগুলোতে টাকা নাই। সরকারের শেষ সুযোগ ছিল জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করার। কিন্তু একজন ব্যক্তির শৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করার জন্য ভুয়া এবং ডামি নির্বাচন করা হচ্ছে।’

এ সময় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শাফিক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, যুবদলের রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।