বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।
নিহতরা হলেন ঘোষপালা গ্রামের জামাল উদ্দিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬৫) এবং দুই মেয়ে ফাইজা (৬) ও আনিকা (৪)।
জানা গেছে, আজ বিকেলে নিজ বসতঘরে জামাল অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মেয়ে ফাইজা ও আনিকা ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছেলে ও নাতনিদের বাঁচাতে আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান। খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
ওসি আবদুল মজিদ বলেন, ‘জামাল উদ্দিনের আরেক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
খবর পেয়ে নির্বাচনী প্রচারণা রেখে এলাকার বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন ঘটনাস্থলে গিয়ে সমবেদনা জানান।