সিসি ক্যামেরার বিকল্প হিসেবে কাজ করবেন সাংবাদিকরা: ইসি রাশেদা

অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৩
শেয়ার :
সিসি ক্যামেরার বিকল্প হিসেবে কাজ করবেন সাংবাদিকরা: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এ ক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকরা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার বিকল্প হিসেবে কাজ করবেন।’

আজ শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘সাংবাদিকরা ভোটকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবেন, তবে এ ক্ষেত্রে যেন ভোট কার্যক্রমের কোনো ক্ষতি বা ব্যাঘাত না হয় সেটি বিবেচনায় রাখতে হবে। ভোটের পরিবেশ বজায় রাখতে ভোট কেন্দ্রে একসঙ্গে দুজন সাংবাদিক ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের প্রিসাইডিং অফিসারের অনুমতি লাগবে না। তবে শুধু অবগত করতে হবে।’

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার মতো পরিবেশ রয়েছে দাবি করে এ নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশের উন্নতি ঘটছে। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে বিনয়ের সঙ্গে বলছি। আপনারা যদি আমাদের আর একটু সহযোগিতা দিয়ে নিজেদের মধ্যে হানাহানি-কাটাকাটিসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করেন, তবে নির্বাচনের পরিবেশ আরও অনেক সুন্দর হবে।’

প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ‘এত বড় মহাযজ্ঞ নির্বাচন কমিশনের একার পক্ষে করা সম্ভব নয়। এমনকি কমিশনের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে যেসব কর্মকর্তা-কর্মচারী আছে তাদের দিয়েও সম্ভব নয়। আপনারা যারা প্রিসাইডিং কর্মকর্তা আছেন, আপনারাই আমাদের বড় শক্তি। আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এত বড় মহাযজ্ঞ আমরা কখনই সম্ভব করতে পারব না। তাই আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন।’

তিনি বলেন, ‘আপনারা এবং আমরা একত্রিত হয়ে আন্তরিকভাবে একে অপরের কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার (এসপি) গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।