জয়-পরাজয় যাই হোক মানুষের পাশে থাকব: উর্মি

গাজীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩
শেয়ার :
জয়-পরাজয় যাই হোক মানুষের পাশে থাকব: উর্মি

নির্বাচনী প্রচারণায় বাড়িতে বাড়িতে যাচ্ছেন ট্রান্সজেন্ডার প্রার্থী উর্মি। ছবি: আমাদের সময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য (এমপি) পদে বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে নির্বাচন করছেন ট্রান্সজেন্ডার প্রার্থী উর্মি। নির্বাচনী প্রতীক একতারা নিয়ে বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছেন তিনি। জয়-পরাজয় যাই হোক, মানুষের পাশে সবসময় থাকতে চান তিনি।

আজ শনিবার দুপুরে উর্মি বলেন, ‘বাড়িতে বাড়িতে গণসংযোগ করে যাচ্ছি, ভোট ভিক্ষা করছি। বিশেষ করে নারী ভোটারদের ভালো সাড়া পড়েছে। নির্বাচনে জয়ের জন্য ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়ব। আমি জানি সবাই আমাকে ভালোবাসে, আমি ধনী-গরিব সবার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব। এ প্রত্যাশা থেকেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। যুদ্ধ যখন শুরু হয় সবাই বিজয়ী হতে চায়, আমিও এ ভোটযুদ্ধে বিজয়ী হতে চাই।’

বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য উর্মি বলেন, ‘আমাদের দলটি নতুন। আমরা মাইজভান্ডার থেকে আসছি। সুফিবাদী ও মদিনা সনদের কথাও প্রচার করি। নির্বাচনী প্রচারে যে দিকে যাচ্ছি, সবাই কথা দিচ্ছে ভোট আমাকে দেবে। সে হিসেবেতো জয়ের আশা করা যায়।’

উর্মি গাজীপুর সদর উপজেলার পুবাইল বাড়ইবাড়ী এলাকার ফাইজউদ্দিনের সন্তান। আট ভাই ও দুই বোনের মধ্যে সে সবার ছোট। ১৯৯৮ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরে আর লেখাপড়া করেননি। তিনি এলাকায় একটি বিউটি পার্লারের ব্যবসা পরিচালনা করেন। 

গাজীপুর-৫ আসন থেকে নির্বাচনে উর্মিসহ মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। স্বতন্ত্র হয়ে লড়ছেন সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান।

উর্মি আরও বলেন, ‘আমাদের সমাজে নানা সমস্যা রয়েছে, যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে, অনেকেই অভাব অনটনে থাকে। আমি যদি নির্বাচিত হই, আমি সব সময় মানুষের পাশে থাকব। আমি চাইব আমার এলাকার মধ্যে নেশার প্রভাব যেন না পড়ে। আমি যথাসাধ্য চেষ্টা করব সমাজ থেকে এ অপরাধ দূর করতে।

গাজীপুর-৫ আসনের অপর প্রার্থীরা হলেন, সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন (ঈগল), জাসদ মনোনীত তরিকুল ইসলাম আকন্দ (মশাল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান (চেয়ার), গণ ফোরামের সোহেল রানা (উদীয়মান সূর্য)।