‘আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি’
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রী-সন্তান ও ভাই-বোনসহ নিকটাত্মীয়দের নিয়ে ভোট চাচ্ছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। আজ শনিবার ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন তিনি।
এ সময় নিজাম হাজারী বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে লন্ডন থেকে এসেছেন ছোট ভাই আব্বাস হাজারী ও জেঠাতো ভাই কুতুব হাজারী। পরিবারের সবাইকে নিয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি। অতীতেও আপনারা ভালোবাসা দেখিয়েছেন, আশা করি আগামীতেও সেটি দেখাবেন।’
সভায় অংশ নেওয়া দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ তাদের অভ্যর্থনা জানান। এ সময় তার স্ত্রী নুরজাহান বেগম নাসরিন, বড় মেয়ে নুর আহাদ জাহান স্নিগ্ধা ও ছোট মেয়ে স্নেহা হাজারী হাত নেড়ে অভ্যর্থনার জবাব দেন।
এ ছাড়া নিজাম হাজারীর বোন আঞ্জুমান আরা বেগম লতা, ছোট ভাই আব্বাস উদ্দিন হাজারী, জেঠাতো ভাই কুতুব উদ্দিন হাজারী, বড় বোন কামরুন নাহার কচি ও মেঝ বোন রোকসানা আফরোজ লুচি, বড় ভাবি মোহছেনা আক্তার, ভাতিজি তুলতুল হাজারী, চাচাতো ভাই পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক রাশেদুল হক হাজারী অংশ নেন।