আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে নির্ধারিত প্রচারণা কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের আগেই টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়ায় দুটি আলাদা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বিকেলে মাদারিপুরের কালকিনির জনসভায় যোগদান শেষে সড়কপথেই ঢাকা ফেরার কথা রয়েছে তার।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

প্রথমবারের মতো আয়োজিত জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অংশ নেবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) সকাল ১০টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন হবে। এছাড়া বিকেল সাড়ে ৩টায় সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন আয়োজিত জাতীয় প্রবাসী দিবসের আলোচনায় অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে আলোচনার আয়োজন করা হয়েছে।

আ. লীগ সাধারণ সম্পাদকের কর্মসূচি:

নির্বাচন বিষয়ে সকালে ধানমন্ডি ৩/এ তে ব্রিফিং করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আ. লীগের ইশতেহার নিয়ে আলোচনা:

এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) ‘আওয়ামী লীগের ইশতেহার- স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত সভায় প্রধান অতিথি থাকবেন ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং:

পুলিশ সদর দপ্তরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রাত্যহিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার ব্রিফিংয়ে কথা বলবেন ডিআইজি (অপারেশনস)।

নির্বাচনী প্রচারণা:

কেরানীগঞ্জের আতাশুর কালিন্দী এলাকায় সকাল ১০টা থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ। এরই অংশ হিসেবে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ নির্বাচনী সভার আয়োজন করেছে।

এছাড়া ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাহাউদ্দিন নাছিম বিকেল ৩টায় শান্তিনগরের প্রধান নির্বাচনী অফিস (ইস্টার্ন প্লাসের বিপরীত) থেকে জনসংযোগ শুরু করবেন। পরে সন্ধ্যা ৭টায় পল্টন কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান (নিখিল) শনিবার নির্বাচনী প্রচারণা চালাবেন। সকাল ১০টায় ৭ নম্বর ওয়ার্ড এলাকার রূপনগর ব্যাবসায়ী সমিতি মার্কেটে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সচেতন নাগরিকদের সঙ্গে সভার মধ্যদিয়ে তিনি দিনের প্রচারণা শুরু করবেন।

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ বেলা সাড়ে ১১টায় ১৮ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল রোডের মাথায় জনসংযোগ করবেন।

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বেলা ১১টা থেকে প্রচারণার কাজ শুরু করবেন। উত্তরার বাসভবনে কয়েকটি কর্মী বৈঠক এবং বিভন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি আলাপ করবেন। সন্ধ্যায় নিকুঞ্জ এলাকায় গণসংযোগ করবেন তিনি।

জাসদের ইশতেহার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাসদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ কেন্দ্রীয় নেতারা।

বিরোধীদের ৬ষ্ঠ দফা গণসংযোগ:

আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিফ দল ও জোট সমূহ ঢাকাসহ সারা দেশে গণসংযোগ করবে।

গণতন্ত্র মঞ্চ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করবে। ১২ দলীয় জোট বেলা ১১টা ১৫ মিনিট তোপখানা রোড বিএমএ ভবনের সামনে কর্মসূচি পালন করবে। জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে কাজ করবে। এলডিপির নেতাকর্মীরা বেলা ১১টায় মালিবাগ মোড়ে কর্মসূচি পালন করবেন।

গণ-অধিকার পরিষদ (নুর) বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংক থেকে কাজ শুরু করবে। একইস্থানে সকাল সাড়ে ১০টায় গণ ফোরাম ও পিপলস পার্টি কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে গণসংযোগ করবে গণতান্ত্রিক বাম ঐক্য। গণ-অধিকার পরিষদ (রেজা) বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে কর্মসূচি পালন করবে।

দুপুর সাড়ে ১২টায় লেবার পার্টি পুরানা পল্টন জামান টাওয়ারের সামনে কর্মসূচি পালন করবে। এছাড়া এবি পার্টি দুপুর আড়াইটায় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনঃ বর্জন, অংশগ্রহণ ও ডামি-ভোটাভুটি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। সভার প্রধান আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে জাতীয়তাবাদী ওলামা দল বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ করবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবদীন ফারুক এতে অংশ নেবেন।

নাশকতার বিরুদ্ধে পদযাত্রা:

নির্বাচন ঘিরে চলমান নাশকতার প্রতিবাদ জানানোর উদ্যোগ নিয়েছে ব্রিগেড ’৭১। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও সেখান থেকেই ‘নাশকতাকে না’ পদযাত্রা শুরু হবে বেলা ১১টায়।

আতশবাজি ও ফানুসবিরোধী প্রচারণা:

নতুন বছর ঘিরে প্রজ্জ্বলিত ফানুস ও আতশবাজি থেকে সৃষ্ট আগুনে অনেক সময় নষ্ট হয় পাখিসহ বিভিন্ন প্রাণীর বাসা। এ অবস্থায় নতুন বছরে এমন উৎসব উপকরণ ব্যবহারে বিরত থাকতে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এ অবস্থায় ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে বিকেল সাড়ে ৩টায় আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের।