‘লতিফ সিদ্দিকী বহিষ্কৃত, তাকে ভোট দেবেন না’

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ২০:৩৫
শেয়ার :
‘লতিফ সিদ্দিকী বহিষ্কৃত, তাকে ভোট দেবেন না’

বক্তব্য দিচ্ছেন আনোয়ার হোসেন মোল্লা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেছেন, ‘আবদুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, তিনি এখন আওয়ামী লীগের কেউ না। তাই তাকে ভোট দেবেন না।’ 

আজ শুক্রবার রাতে এলেঙ্গা পৌরসভার ফুলতলায় নৌকার নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। 

আনোয়ার মোল্লা বলেন, ‘স্বাধীনতার মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা উন্নয়নের মার্কা নৌকা। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকার ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।’ 

নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। তিনি টানা ৩২ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন। ছিলেন সফল উপজেলা চেয়ারম্যান। 

নির্বাচনী সভায় আরও বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ জুয়েল, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ, সাবেক ছাত্রনেতা ইরফানুল ইসলাম জুয়েল, পৌর কাউন্সিলর মিজানুর রহমান ও মেহেরুল ইসলাম, এলেঙ্গা পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান প্রমুখ। 

এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে নৌকার প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। দলমত নির্বিশেষে ভোট দেওয়ার আহ্বান করেন।