পোশাকখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে: ড. কামাল উদ্দিন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘পোশাকখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এটি দেশের জন্য গৌরবের এবং সুনাম বয়ে নিয়ে এসেছে। পোশাকখাতের মূল শক্তি আমাদের শ্রমিকগণ। শ্রমিকদের কল্যাণে ন্যায্য অধিকার এবং সুবিধাসমূহ নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।’
গতকাল বৃহস্পতিবার নায়ারনগঞ্জ জেলায় উর্মি গ্রুপ এবং ফকির ফ্যাশন লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, মজুরি, মালিক-শ্রমিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণের নিমিত্তে উর্মি গ্রুপ এবং ফকির ফ্যাশন লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেন ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় নারী শ্রমিকদের কর্মপরিবেশ কেমন তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এছাড়াও শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রতিনিধি দল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার। আমাদের সবাইকে শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। শ্রমিকদের যথাযথ মজুরি নিশ্চিত করা হচ্ছে কি না সে বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। কোনো সুবিধাভোগী শক্তি যাতে আমাদের শ্রমিকদের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক ও উপপরিচালক এম. রবিউল ইসলাম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?