রাজের সিরিজে আবীর-শুভশ্রী

বিনোদন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৮
শেয়ার :
রাজের সিরিজে আবীর-শুভশ্রী

কিছু দিন আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। তবে এবার আর লম্বা বিরতি নিচ্ছেন না তিনি। আগামী ফেব্রুয়ারি মাসেই শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন এই তারকা।

বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে পরিচালকের নতুন সিরিজ এটি। শুভশ্রীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। সিরিজটি মুক্তি পাবে জি ফাইভে। এর আগে এই ওটিটি প্ল্যাটফর্মে রাজের প্রথম সিরিজ ‘আবার প্রলয়’ দেখা গিয়েছে। সিরিজটি বিপুল জনপ্রিয়তাও পায়। এবার সেখানেই আসছে তার দ্বিতীয় সিরিজ। শুভশ্রীর প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দর্শক এবং সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। রাজের সিরিজটিতে প্রথম বার জুটি বাঁধবেন শুভশ্রী-আবীর। এর আগে ইন্দ্রদীপ দাশগুপ্তের একটি সিনেমাতে তাদের একসঙ্গে কাজ করার কথা ছিল, কিন্তু শুভশ্রী পরে সেই প্রজেক্টটি থেকে সরে যান। রাজের সিরিজে অবশ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ।

গর্ভাবস্থায় সমান তালে কাজ চালিয়ে গিয়েছেন শুভশ্রী। মুম্বাই পর্যন্ত গিয়ে শুটিং করেছেন তিনি। নিজেকে ফিট রাখার জন্য করেছেন শারীরচর্চা। ইতিমধ্যেই মেয়ে ইয়ালিনী ও ছেলে ইউভানকে নিয়ে তারা বেড়িয়ে এসেছেন থাইল্যান্ড থেকে। এবার শুটিংয়ে ফিরে নতুন উদ্যমে কাজ শুরু করবেন অভিনেত্রী। এই সিরিজেও তার চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং।