আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
সকাল ৯টায় বরিশাল জেলার উদ্দেশে যাত্রা। বিকেলে বরিশাল থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা। কর্মসূচি শেষে আগামীকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
গলফ টুর্নামেন্ট উদ্বোধন:
সকাল ৯টায় রাজধানীর জলসিঁড়িতে গলফ টুর্নামেন্ট উদ্বোধন করবেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
নির্বাচনী প্রচার:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকার প্রচারণা চালাবেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে প্রচারপত্র বিতরণ করা হবে।
ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিভিন্ন হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জনসংযোগ করবেন।
ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রবিদাস পাড়া (ওয়ারী আড়ং) এলাকা থেকে সকাল ১১টায় নির্বাচনী গণসংযোগ করবেন এবং বনগ্রাম জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
সকালে সাইকেল র্যালির পর বেলা সাড়ে ১২টায় ১৪ নাম্বার ওয়ার্ডে জনসংযোগ করবেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী) নির্বাচনী আসনে ঈগল মার্কা প্রার্থী আলহাজ্ব কামরুল হাসান রিপন ৬৩, ৬০, ৬১ ও ৬৮ নং ওয়ার্ডে আলোচনা সভা এবং গণসংযোগ করবেন।
ইসলামী আন্দোলনের মিছিল:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল ৪টায় রাজধানীর শান্তিনগর বাজার মসজিদ গেট থেকে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। এ ছাড়া কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
শ্রদ্ধাঞ্জলি:
বিকেল ৪টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭নং প্ল্যাটফর্মে মোহনগঞ্জ এক্সপ্রেসের আগুনের পুড়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। নাশকতার বিরুদ্ধে সংক্ষুব্ধ সর্বস্তরের সচেতন জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে।
আতশবাজির বিরুদ্ধে সমাবেশ:
আগত থার্টি ফার্স্ট নাইট কিংবা অন্য কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে পটকা বা আতশবাজির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এবং এটি বন্ধে রাষ্ট্রের আইন প্রয়োগে সরকারকে উদ্যোগী করার আহ্বান জানাতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা সমাবেশে বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরা হবে।
জাতীয় প্রেস ক্লাব:
সকাল ১০টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা।
বিকাল ৫টায় জহুর হোসেন চৌধুরী হলে তৃণমূল বিএনপির আলোচনা সভা।
সকাল ১০টায় অডিটোরিয়ামে বিএফইউজে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।