কারাবন্দি শ্রমিক দল নেতা কাজল মারা গেছেন
মুগদা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান কাজল কারাবন্দি অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কাজলের মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। দায়ীদের বিচার দাবি করেছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
বিএনপি সূত্রে জানা যায়, কাজল পল্টন থানার একটি মামলায় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ২৬ ডিসেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কারা কর্তৃপক্ষ কাজলকে হৃদরোগ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘ফজলুর রহমান কাজলকে মিথ্যা মামলায় গত ২৬ অক্টোবর গ্রেপ্তার করা হয়।’
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর