পুরোনো দেনা না মিটিয়েই ইভ্যালির নতুন অফার ঘোষণা
আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি ও চেয়ারম্যান কারামুক্ত হলেও গ্রাহকদের পুরোনো দেনা নিষ্পত্তি করেনি। তবে এরই মধ্যে ‘বিগ ব্যাং’ নামের নতুন অফারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের দায়-দেনা সম্পর্কিত বিষয় ও অফারের বিস্তারিত নিয়ে আগামীকাল শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভ্যালির ইতিহাসে ‘বিগ ব্যাং’ হবে সবচেয়ে বড় আয়োজন। ‘বিগ ব্যাং’ অফারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে স্যামসাং, মিনিস্টার, যমুনা, ইউনিলিভার, টিকে গ্রুপ, সেনা, তীর, নকিয়ার মতো দেশ সেরা প্রতিষ্ঠান। গ্রাহক যে কোনো পণ্য অর্ডার দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ই-কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে সব পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) পাওয়া যাবে। গ্রাহক আগে পণ্য বুঝে পাবে এরপর টাকা পেমেন্ট দেবে। ফলে গ্রাহক ঝামেলামুক্ত হয়ে তাঁর কাঙ্ক্ষিত সেরা পণ্যটি দ্রুত পেয়ে যাবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এতে বলা হয়, মূলত ইভ্যালিতে যেসব অর্ডার আসবে সেগুলো দেখে মার্চেন্ট সরাসরি ই-কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে। ই-কুরিয়ার পণ্যের টাকা পেয়ে সেগুলো মার্চেন্টকে পেমেন্ট দেবে। ইভ্যালি শুধুমাত্র তার লভ্যাংশ মার্চেন্ট থেকে পেয়ে যাবে।
নতুন ক্যাম্পেইন সম্পর্কে মোহাম্মাদ রাসেল বলেন, ‘গ্রাহকদের সেরা অফার দেওয়ার জন্য আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন। ইতোমধ্যে কয়েক শ সেলার তাদের অফারের কথা জানিয়েছেন। দীর্ঘ সময়ের এই দূরত্ব কেবল ইভ্যালির ‘‘বিগ ব্যাং’’ অফারের মাধ্যমে ঘোচানো যাবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় ইভ্যালির এমডি ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের আটক করে র্যাব। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৮ ডিসেম্বর বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
রাসেলের স্ত্রী শামীমা নাসরিনও বর্তমানে জামিনে আছেন। হাইকোর্টের নির্দেশনায় বর্তমানে তিনি ইভ্যালির দায়িত্বে আছেন। রাসেল-শামীমা কারাগারে যাওয়ার পর ইভ্যালি পরিচালনায় হাইকোর্টের নির্দেশনায় পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছিল।