পালিয়ে বিয়ের পর গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ২০:৫৮
শেয়ার :
পালিয়ে বিয়ের পর গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে প্রিয়াঙ্কা (১৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিজয়কে (২৩) আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা মিস্ত্রিপাড়া গ্রামের পাপ্পু হোসেনের মেয়ে।

নিহতের ভাই মো. ফেরদৌস জানান, ছয়মাস আগে পরিবারের অজান্তে মেয়েটিকে পালিয়ে বিয়ে করে পাশের বাড়ির ছেলে বিজয়। বিয়ের পর থেকে তাকে বিভিন্ন হুমকি ও মারধর করতেন। সে পালিয়ে বিয়ে করায় পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে দিত না। মঙ্গলবার তাকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করার পর সে আহত অবস্থায় হাসপাতালে আসে। আমরা মানুষের কাছে শুনে হাসপাতালে আসলে চিকিৎসক জানায় সে মারা গেছে। সে মারা যাওয়ার পর তার শশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে প্রিয়াঙ্কার মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘থানায় মামলা করে গ্রেপ্তারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’