অনলাইন গণমাধ্যম ‘ভিউজ বাংলাদেশ’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৬
শেয়ার :
অনলাইন গণমাধ্যম ‘ভিউজ বাংলাদেশ’র যাত্রা শুরু

‘প্রমোটিং পজিটিভ বাংলাদেশ’ স্লোগানে দেশের নতুন ধারার অনলাইন সংবাদমাধ্যম ‘ভিউজ বাংলাদেশ’র যাত্রা শুরু হল। আজ বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

লেখক ও সাংবাদিক রাশেদ মেহেদীর সম্পাদনায় দেশের প্রথম ব্যতিক্রমী এই ভিউজ পোর্টালকে স্বাগত জানাতে হোটেল সোনারগাঁওয়ে এসেছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং ব্যাংকাররা।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিউজ বাংলাদেশে প্রতিনিধিত্বমূলক মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘ভিউজ বাংলাদেশ ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরার অঙ্গীকার করছে। বাংলাদেশে অনেক নেতিবাচক বিষয় আছে। কিন্তু আমরা ইতিবাচক বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই।’

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘এটি নতুন ধরনের সংবাদমাধ্যম। এখানে খবরের সঙ্গে মতামতগুলো সঙ্গে সঙ্গে জানা যাবে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। ভিউজ বাংলাদেশ দেশের সব মানুষের কথা তুলে ধরবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, চিকিৎসক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, দৈনিক সমকালের উপ-সম্পাদক মাহবুব আজিজ, সাংবাদিক মহসীন হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গণি, কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান মুশফিক ইনাম, আলোকচিত্রী নাসির আলী মামুন, কবি মোহন রায়হান ও সাংবাদিক মধুসূদন মণ্ডল।

রাশেদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিউজ বাংলাদেশের সহকারী সম্পাদক গিরীশ গৈরিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিউজ বাংলাদেশের ভিউজ ও বার্তা সম্পাদক মারিয়া সালাম।