কলাবাগান মাঠে জনসভা করবে আওয়ামী লীগ, ভাষণ দেবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৫
শেয়ার :
কলাবাগান মাঠে জনসভা করবে আওয়ামী লীগ, ভাষণ দেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগের লোগো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার দুপুর ২টায় এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জনসভার অনুমতি চেয়ে আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেওয়া হয়েছে। জনসভাটি যৌথভাবে আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা চিঠিতে বলা হয়, ১ জানুয়ারি (সোমবার) বেলা ২টায় কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা এতে বক্তব্য দেবেন।