৬৪ জেলায় ‘আম-কাঁঠালের ছুটি’

বিনোদন প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৬
শেয়ার :
৬৪ জেলায় ‘আম-কাঁঠালের ছুটি’

দেশ বিদেশে প্রশংসা কুড়িয়ে গেল ১৮ আগস্ট দেশে মুক্তি পায় ‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমাটি। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেন মোহাম্মদ নূরুজ্জামান। এর প্রযোজকও তিনি। মুক্তির পর দেশের দর্শকদের কাছেও এটি আরও একবার প্রশংসিত হয়।

তারই ধারাবাহিকতায় চলতি বছর বিভিন্ন উৎসবে ‘আম-কাঁঠালের ছুটি’ প্রদর্শিত হয়েছে। এবার একযোগে দেশের ৬৩ জেলায় দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ এই সিনেমাটি। আর একদিন পর ঢাকায় থাকছে এর বিশেষ শো। এমনটাই জানালেন এর নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

তিনি জানান, ৬৩ জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে একযোগে ‘আম কাঁঠালের ছুটি’ দেখানো হবে ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায়। আর ঢাকায় সিনেমাটি দেখানো হবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

নির্মাতার কথায়, ‘“আম-কাঁঠালের ছুটি” সিনেমা হল থেকে চলে যাওয়ার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি শুনেছি তা হলো- সিনেমাটা কীভাবে দেখা যাবে? মানুষ আমার সিনেমা দেখার জন্য আগ্রহ দেখাচ্ছে, কিন্তু তাদের আমি কোনো উপায় বলতে পারছি না। এটা আমার জন্য খুব বিব্রতকর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যখন তাদের দেশব্যাপী ৬৪ জেলায় “গণ জাগরণের চলচ্চিত্র উৎসব”-এ সিনেমাটি দেখাতে চাইল, তখন এটা একটা সুযোগ বলেই মনে হয়েছে আমার কাছে।’

উল্লেখ্য, গাজীপুরের বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হয়। প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই। এর প্রধান সহকারী পরিচালক ছিলেন ‘আদিম’খ্যাত নির্মাতা যুবরাজ শামীম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা ও কামরুজ্জামান কামরুল।