কারখানা থেকে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস, অসুস্থ অনেক গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬
শেয়ার :
কারখানা থেকে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস, অসুস্থ অনেক গ্রামবাসী

ভারতের তামিলনাড়ুর একটি সার কারখানা থেকে লিক হয়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছে নিকটবর্তী গ্রামের শত শত বাসিন্দা। মঙ্গলবার রাতে এন্নোর গ্রামের এর করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি বেসরকারি সার কারখানার পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রাত পৌনে ১টার দিকে কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস বার হতে থাকে। রাতে আচমকাই তীব্র গন্ধ পেয়ে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়তে থাকেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ১২ জন। এই নিয়ে তখনই গ্রামবাসীদের কয়েক জন কারখানায় গিয়ে অভিযোগও করেছেন।

স্থানীয় সূ্ত্রের বরাতে সংবাদমাধ্যম জানায়, সংশ্লিষ্ট কারখানায় সার তৈরি হয়। তাই কাঁচামাল হিসাবে অ্যামোনিয়া ওই কারখানার অন্যতম উপাদান। ঘটনাটি যে সময় ঘটে তখন কারখানার পাইপলাইনগুলি ঠান্ডা করা হচ্ছিল। আচমকাই আশেপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। গ্যাস বেরনোর খবর পেয়ে আতঙ্ক, শোরগোল শুরু হয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর জেলা প্রশাসন ও পুলিশের তরফে অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ২৭ ডিসেম্বর ভারতীয় সময় সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। মানুষের সুরক্ষা বজায় রেখেই তারা পণ্য উৎপাদন করে আসছে। অঘটন হওয়ার অল্প সময়ের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে।